রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

Mohun Bagan is taking on Punjab Fc next

খেলা | গোয়ার কাছে হার অতীত, পাঞ্জাবকে হারিয়ে দিল্লি থেকে তিন পয়েন্ট আনতে চান মোলিনা

KM | ২৫ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৫৫Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: কয়েক দিন আগেই পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে অসাধারণ জয় পেয়েছে ইস্টবেঙ্গল। তাদের বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে থাকার পরও চার গোলে ম্যাচ জেতে লাল-হলুদ বাহিনী। সেই ম্যাচে যে ভাবে দল হিসেবে ঝাঁপিয়ে পড়ে অসাধ্য সাধন করেছিল লাল-হলুদ বাহিনী, বৃহস্পতিবার ঠিক সেই ভাবেই দলগত ফুটবল খেলে দিল্লির মাঠে বাজিমাত করতে চান মোহনবাগান কোচ হোসে মোলিনা।

লুকা মাজেনদের ঘরের মাঠে দল নামানোর আগে আইএসএলে শীর্ষে থাকা মোহনবাগান  কোচ মোলিনা বলেন, ''আমি চাই পুরো দল একসঙ্গে ডিফেন্স করুক ও পুরো দল একসঙ্গেই আক্রমণে উঠুক, গোল করুক। আমার কাছে ফুটবল পুরো দল নিয়ে, শুধু রক্ষণ বা আক্রমণ নিয়ে নয়। ট্রানজিশন বলুন বা সেট পিস, পুরো দলকে একসঙ্গে এগুলো করতে হয়।''

গোল করার দায়িত্বও তিনি শুধু ফরোয়ার্ডদের উপরে চাপিয়ে যেতে চান না। এই ব্যাপারে তাঁর বক্তব্য, ''দু-একজনের ওপর গোল করার দায়িত্বও ছেড়ে দেওয়া যায় না। পুরো দলের দায়িত্ব এটা। যে কেউ গোল করতে পারে। দলকে জেতানোর দায়িত্ব সবারই। আমার দলের খেলোয়াড়দের মধ্যে কোনও পার্থক্য নেই। প্রত্যেকেই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। কেউ আমার কাছে সেরা নয়। প্রত্যেকের পারফরম্যান্সেই আমি খুশি। তাই সবার ওপরেই নির্ভর করি আমি।''

তবে এই ম্যাচে একাধিক নির্ভরযোগ্য ফুটবলারকে যে পাবে না মোহনবাগান, তা নিজেই জানিয়ে দেন কোচ। বলেন, “এই ম্যাচে আমাদের হাতে বিকল্প কম। কারণ, কয়েকজনের চোট আছে। গ্রেগ, আশিক, দিমি এই ম্যাচে খেলতে পারবে না। তবে  ভাল খেলোয়াড়ও আছে। জেমি, জেসন শুরু থেকে একসঙ্গে নামতে পারে। সাহাল, মনবীর, সুহেল- অনেক বিকল্পই আছে আমাদের হাতে। আশা করি, ওদের সাহায্যে দিল্লি থেকে আমরা তিন পয়েন্ট নিয়েই ফিরতে পারব।''

চোট রয়েছে শুভাশিসে বসুরও। গত ম্যাচে সন্দেশ ঝিঙ্গনের সঙ্গে সঙ্ঘর্ষে মুখে গুরুতর চোট পান বঙ্গ ডিফেন্ডার। কিন্তু মুখে মাস্ক লাগিয়ে তিনি খেলতে পারেন বলে জানান সবুজ-মেরুন কোচ। মোলিনা বলেন, ''শুভাশিস মাস্ক পরে খেলতে পারে। তাতে কোনও ঝুঁকি নেই। কোনও খেলোয়াড়কে ঝুঁকি নিয়ে খেলাতে চাই না আমি। তবে শুভাশিস মাস্ক পরে খেললে তা ঝুঁকির হবে বলে মনে হয় না।''

টানা আট ম্যাচে অপরাজিত থাকার পর গত ম্যাচেই এফসি গোয়ার কাছে ১-২ গোলে হেরে যায় মোহনবাগান। তাতে অবশ্য তাদের শীর্ষস্থান খোয়াতে হয়নি। তবে এই হারের পর দলের সব বিভাগেই উন্নতি চান মোলিনা। এই প্রসঙ্গে তিনি বলেন, ''আমি আমার দলকে সব দিক থেকেই উন্নত করে তুলতে চাই। মানসিকতা, শারীরিক সক্ষমতা সব দিক থেকেই। গত ম্যাচে হারলেও আমাদের প্রস্তুতির পদ্ধতি একই রকম হবে। আশা করি, গত ম্যাচের দুর্বলতা কাটিয়ে এই ম্যাচে জয়ে ফিরব আমরা।''


MohunBaganJoseMolinaPunjabFC

নানান খবর

নানান খবর

ধোনির উইকেট নেওয়ার ইচ্ছাই ছিল না, ভাগ্যক্রমে পেয়ে গিয়েছেন, ম্যাচ জিতিয়ে অকপট যশ দয়াল

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আরও কড়া ভারত, এবার ব্লক করা হল বাবর-রিজওয়ানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

'ঝড় তুলে দে, আমি তোর পাশে রয়েছি', কোহলির টোটকায় বিরাট পরিবর্তন যশ দয়ালের

তিন বিদেশিকে ছাড়তে চলেছে মোহনবাগান, কারা রয়েছেন সেই তালিকায়?

নিজেকেও ছাপিয়ে যাচ্ছেন কোহলি, আইপিএলে বিরাট নজির আরসিবি তারকার

ব্যর্থ আয়ুষ-জাদেজার মরিয়া লড়াই, দক্ষিণী ডার্বি জিতল আরসিবি, প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত বিরাটদের

আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ

ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে 'বিরাট' রেকর্ড কোহলির, কমলা টুপির মালিকও তিনি

ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য

'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার শুভাশিস, সেরা গোলকিপার বিশাল

মেয়েদের ক্রিকেটে নতুন নিয়ম, রূপান্তরকামীদের নিষিদ্ধ করল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড

এমএস ধোনির সঙ্গে কে এই সুন্দরী? তুললেন ছবি, পেলেন জার্সিও

স্যামসন কাণ্ডে তিন বছরের নির্বাসন নিয়ে মুখ খুললেন শ্রীশন্ত, কী বললেন?

অলিম্পিকে সোনাজয়ীর পর এবার ভারতে নিষিদ্ধ করা হল বাবর, রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

সোশ্যাল মিডিয়া